বিনোদন ডেস্কঃ
‘ডিনার’ শব্দের অর্থ নৈশভোজ। তবে বলিউডে এটা ভিন্ন অর্থ বহন করে। যেটা নিয়ে অনেক অভিনেত্রীই বিব্রত।
সম্প্রতি, বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া বলেন, বলিউডে ‘ডিনার’ শব্দটি যৌন প্রস্তাবেরই ইঙ্গিত দেয়। কিন্তু বিষয়টি জানা না থাকায় তাকে সমস্যা পড়তে হয়েছিল।
বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। ছবি: ফেসবুক
তিনি জানান, বলিউডের অনেক পরিচালক, প্রযোজক তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি ডিনারের অর্থ না বুঝতে পারায় সমস্যায় পড়েছিলেন বহুবার। বেশকিছু খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরই তিনি আসল বিষয়টি বুঝতে পারেন।
শার্লিনের কথায়, এমন অভিজ্ঞতার পরে তিনি সিদ্ধান্ত নেন, তিনি শুধু প্রতিভাবান পরিচালক, প্রযোজকের সঙ্গেই কাজ করবেন।
শার্লিন চোপড়া। ছবি: ফেসবুক
অভিনেত্রী বলেন, যারা ফিল্মি পরিবার থেকে বলিউডে আসেন না তাদেরকেই এ ধরনের প্রস্তাবের শিকার হতে হয়। ফলে দেখা যায়, তারা এই ডিনার নিয়ে বেশ আতঙ্কে থাকেন। শার্লিন বলেন, কার কথা বলবো? কোনও একজন নির্দিষ্ট কেউ নয়, এ ধরনের বহু লোক রয়েছে।