ধর্ম ও জীবন ডেস্ক:
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী সংগঠন ‘ডেমরা ইমাম ঐক্য পরিষদ’-এর কাউন্সিল সোমবার সকাল আটটায় সারুলিয়া বায়তুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দেড়শতাধিক আলেম-উলামা ও পীর-মাশেয়েখদের উপস্থিতিতে দ্বি-বার্ষিক এ কাউন্সিলে আগামী (২০১৯-২০২১) সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নরাইবাগ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম কাসিমী।
কাউন্সিল বাস্তবায়নে প্রধান পরিচালক ছিলেন জামিয়া নিজামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নেছার আহমাদ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া বাইতুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দীন ইসলাম, জামিয়া কারীমিয়া দারুল উলুম বামৈল-এর নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল কাদির কারিমী ও মুফতি মোস্তাক আহমাদ খাঁন আলাপুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি সালমান সাকী, মুফতি কাওছার বাঙ্গালী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা এমদাদুল হক্ব মাওলানা শাব্বির আহমাদ, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আব্দুর রহিম হাবীবী, মুফতি মাকসুদুর রহমান ফরিদী, মুফতি শওকাত উসমান, মুফতি ফায়সাল মাহমুদ, মুফতি এস.এম. দীন ইসলাম, মুফতি মাহবুবুর রহমান মাহমুদী, মুফতি হাদীসুর রহমান প্রমুখ।
কাউন্সিলে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হয়। সভার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সভাপতি হিসেবে মুফতি আজহারুল ইসলাম আজমী সেক্রেটারি হিসেবে মুফতি মাহবুবুর রহমান জিহাদী নির্বাচিত হন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।