ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল

খেলাধূলা ডেস্কঃ

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আজ রবিবার ( ১০ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকাল ১০টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয় দল।

করোনাকালে উইন্ডিজদের এটি তৃতীয় সিরিজ। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করেছে তারা। করোনার ঝুঁকি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১২ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন। হোল্ডার-পোলার্ডরা না থাকায় তুলনামূলক অনভিজ্ঞ, খর্ব শক্তির দল নিয়ে আসছে উইন্ডিজরা। তাতে সিরিজের আমেজে ভাটা পড়ছে বৈকি। তবে বাংলাদেশ উদ্দীপ্ত রয়েছে, কারণ করোনায় ১০ মাসের বিরতির পর এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ। গত বছর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ।

ঢাকায় এসে সাতদিন কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। জৈব সুরক্ষা বলয়ের অধীনে পুরো সফরে পাঁচবার করোনা পরীক্ষা হবে তাদের। বিমানবন্দরে নেমেই উইন্ডিজ ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবাইকে করোনা পরীক্ষার নমুনা দিতে হবে। দ্বিতীয়বার পরীক্ষা হবে তৃতীয় দিনে, তখন হোটেল রুমে বন্দী থাকবেন সবাই। পরপর দুইবার নেগেটিভ রিপোর্ট পেলে ১৪ জানুয়ারি থেকে মাঠে নেমে অনুশীলন করতে পারবেন তারা এবং তা শুধু নিজেদের মধ্যে।

ষষ্ঠ বা সপ্তম দিনে তৃতীয়বার পরীক্ষা হবে। তারপরই অনুশীলনে বাংলাদেশের নেট বোলার পাবে ক্যারিবিয়ানরা। সিরিজের মাঝামাঝি চতুর্থবার এবং দেশে ফেরার দুই দিন আগে পঞ্চম ও শেষবার করোনা পরীক্ষা হবে তাদের।

আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরে তিন ম্যাচের (২০, ২২, ২৫ জানুয়ারি) ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯-৩১ জানুয়ারি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। ৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

ঢাকায় উইন্ডিজ ক্রিকেট দল

আপডেট সময় ০৫:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১

খেলাধূলা ডেস্কঃ

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আজ রবিবার ( ১০ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকাল ১০টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয় দল।

করোনাকালে উইন্ডিজদের এটি তৃতীয় সিরিজ। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করেছে তারা। করোনার ঝুঁকি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১২ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন। হোল্ডার-পোলার্ডরা না থাকায় তুলনামূলক অনভিজ্ঞ, খর্ব শক্তির দল নিয়ে আসছে উইন্ডিজরা। তাতে সিরিজের আমেজে ভাটা পড়ছে বৈকি। তবে বাংলাদেশ উদ্দীপ্ত রয়েছে, কারণ করোনায় ১০ মাসের বিরতির পর এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ। গত বছর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ।

ঢাকায় এসে সাতদিন কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। জৈব সুরক্ষা বলয়ের অধীনে পুরো সফরে পাঁচবার করোনা পরীক্ষা হবে তাদের। বিমানবন্দরে নেমেই উইন্ডিজ ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবাইকে করোনা পরীক্ষার নমুনা দিতে হবে। দ্বিতীয়বার পরীক্ষা হবে তৃতীয় দিনে, তখন হোটেল রুমে বন্দী থাকবেন সবাই। পরপর দুইবার নেগেটিভ রিপোর্ট পেলে ১৪ জানুয়ারি থেকে মাঠে নেমে অনুশীলন করতে পারবেন তারা এবং তা শুধু নিজেদের মধ্যে।

ষষ্ঠ বা সপ্তম দিনে তৃতীয়বার পরীক্ষা হবে। তারপরই অনুশীলনে বাংলাদেশের নেট বোলার পাবে ক্যারিবিয়ানরা। সিরিজের মাঝামাঝি চতুর্থবার এবং দেশে ফেরার দুই দিন আগে পঞ্চম ও শেষবার করোনা পরীক্ষা হবে তাদের।

আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরে তিন ম্যাচের (২০, ২২, ২৫ জানুয়ারি) ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯-৩১ জানুয়ারি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। ৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।