জাতীয় ডেস্কঃ
জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন আজ বুধবার দুই দিনের সফরে ঢাকা আসছেন। আগামীকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে ই-পাসপোর্টবিষয়ক চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য চুক্তি স্বাক্ষর হলেও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোচনা করবেন।