বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
১০ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুতে ঢাকাগামী একাটি মালবোঝাই ট্রাক এক্সেল ভেঙে বিকল হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর থেকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু পেরিয়ে গজারিয়া উপজেলার ভবেবচর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: সাইফুল ইসলাম জানান, শুক্রবার থাকায় এমনিতেই অতিরিক্ত গাড়ির চাপ থাকে তারওপর সেতুর ওপর দুর্ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।