মো: বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
২৭ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে সোমবার ভোর ৪টায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাঝপথে দুটি গাড়ি আটকে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উভয় গাড়ির চালক ও হেলপারসহ পাঁচজন আহত হন।
আহতদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যানজটের ফলে শত শত যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, আমদানি-রপ্তানি পণ্যবাহী যানবাহন কয়েক ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দাউদকান্দির হাইওয়ে পুলিশের মো: রফিকুল ইসলাম জানান, আজ ভোর রাত ৪টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের নিকট দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় গাড়ি দুটি মাঝপথে আটকে উভয় দিকে যানাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ ফাঁড়ির দুটি রেকার দিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে ধীরে ধীরে যানবাহন চলাচল চালু করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. যোবাদুর আলম বলেন, মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার সাথে সাথে গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়।