খেলাধূলা ডেস্কঃ
এশিয়া কাপ খেলতে গত রবিবার আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু রয়ে যান তামিম ইকবাল। ভিসা জটিলতায় তার যাওয়া হয়নি। অবশেষে সেই সমস্যা কেটে গেছে তামিমের। ভিসা পেয়েছেন তিনি।
মঙ্গলবার রাতেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এদিকে আরেক ক্রিকেটার রুবেল হোসেনও পেয়ে গেছেন ভিসা। এই পেসার রওনা হয়ে গেছেন মঙ্গলবার সন্ধ্যাতেই।
দলের সঙ্গে যেতে না পারলেও ব্যক্তিগত উদ্যোগে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন। তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে চোট পাওয়া আঙুল অনেকটা সেরে উঠেছে।
বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে ওই দিন মাঠে নামবেন মাশরাফিরা।