মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর টু ঢাকা ভায়া ইলিয়টগঞ্জ সড়কে নতুন করে মুরাদনগর এক্সপ্রেস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে মুরাদনগর বালুর মাঠে উক্ত সার্ভিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
দীর্ঘদিন উক্ত সড়কে মানসম্মত সার্ভিস না থাকায় অত্র এলাকার যাত্রীরা বাস যোগে চলাফেরা করতে মারাত্বক অসুবিধার সম্মুখিন হতে হয়েছে। নতুন এ সার্ভিস পেয়ে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনুর সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুকের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন, সাবেক ভিপি জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান ও আক্তার হোসেন মেম্বার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, মালিক সমিতির সভাপতি জহির খান, সাবেক ভিপি জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক ও মালিক সমিতির আব্দুল কাদের প্রমুখ।