ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা হয়ে কুনমিং-কলকাতা বুলেট ট্রেনের প্রস্তাব দিল চীন

 জাতীয় ডেস্কঃ
চীনের কুনমিং থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেনের প্রস্তাব দিল চীন। প্রস্তাবিত ট্রেন যাবে মিয়ানমার ও বাংলাদেশের ভেতর দিয়ে। গতকাল বুধবার কলকাতাস্থ চীনের কনসুলেট এবং অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের (‌ওআরএফ)‌ যৌথ উদ্যোগে ‘‌থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’‌ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝান য়ু।
তিনি বলেন, ‘‌একজন বিশেষজ্ঞ এ ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছেন। বিষয়টি আমরা ভেবে দেখছি। এই প্রকল্পটি করা গেলে গোটা এশিয়াকেই যুক্ত করা যাবে।’‌ চিনা কনসালের একটি সূত্রে জানা গেছে, কুনমিং প্রদেশে পর্যটনের প্রসারের পাশাপাশি পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও নিবিড় সম্পকের্রর বিষয়ে উত্সাহী চীন।
উল্লেখ্য, কলকাতা থেকে বিমানে কুনমিংয়ের দূরত্ব ১৪৮৬ কিলোমিটারের কাছাকাছি। নন স্টপ বিমানে সময় লাগে আড়াই ঘণ্টার মত। আর চীনে যে বুলেট ট্রেন চালু রয়েছে, প্রতি ঘণ্টায় তার সর্বোচ্চ গতিবেগ ৩৫০ কিলোমিটার।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

ঢাকা হয়ে কুনমিং-কলকাতা বুলেট ট্রেনের প্রস্তাব দিল চীন

আপডেট সময় ১২:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
 জাতীয় ডেস্কঃ
চীনের কুনমিং থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেনের প্রস্তাব দিল চীন। প্রস্তাবিত ট্রেন যাবে মিয়ানমার ও বাংলাদেশের ভেতর দিয়ে। গতকাল বুধবার কলকাতাস্থ চীনের কনসুলেট এবং অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের (‌ওআরএফ)‌ যৌথ উদ্যোগে ‘‌থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’‌ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝান য়ু।
তিনি বলেন, ‘‌একজন বিশেষজ্ঞ এ ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছেন। বিষয়টি আমরা ভেবে দেখছি। এই প্রকল্পটি করা গেলে গোটা এশিয়াকেই যুক্ত করা যাবে।’‌ চিনা কনসালের একটি সূত্রে জানা গেছে, কুনমিং প্রদেশে পর্যটনের প্রসারের পাশাপাশি পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও নিবিড় সম্পকের্রর বিষয়ে উত্সাহী চীন।
উল্লেখ্য, কলকাতা থেকে বিমানে কুনমিংয়ের দূরত্ব ১৪৮৬ কিলোমিটারের কাছাকাছি। নন স্টপ বিমানে সময় লাগে আড়াই ঘণ্টার মত। আর চীনে যে বুলেট ট্রেন চালু রয়েছে, প্রতি ঘণ্টায় তার সর্বোচ্চ গতিবেগ ৩৫০ কিলোমিটার।