মোঃ মোশাররফ হোসেন মনিরঃ
মুরাদনগর বার্তা টেয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ি থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে ওইদিন বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তার বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান।
শনিবার সকালে তনুর চাচা আলাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভাটের পাশ থেকে সোহাগীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই তার হত্যার বিচারের দাবিতে কুমিল্লাাসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠন ক্ষোভে উত্তাল হয়ে উঠে।