বিনোদন ডেস্কঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন নাট্যাভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার সকাল ১০টায় তাঁর হার্ট অ্যাটাক করে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘বিকেল ৩টার দিকে তাজিন আহমেদের অসুস্থতার খবর পাই। সঙ্গে সঙ্গেই তাঁকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে মারা যান তাজিন।’
অভিনেত্রীর অসুস্থতার খবর শোনার পর হাসপাতালে ছুটে যান তাঁর সহকর্মীরা। এ সময় তাঁর পাশে ছিলেন রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু প্রমুখ।
বিটিভির স্বর্ণসময়ে নাটকের নিয়মিত মুখ ছিলেন তাজিন আহমেদ। আজিজুল হাকিম, জাহিদ হাসান, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। মডেলিং করেছেন। রেডিও-টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তাজিন আহমেদ। ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দভুবন পত্রিকায় একসময় নিয়মিত কলাম লিখেছেন। মার্কেন্টাইল ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মা দিলারা জলির লেখা ‘শেষ দেখা শেষ নয়’ নাটক দিয়ে তাজিনের প্রথম শোবিজে আগমন ঘটে। ‘থিয়েটার আরামবাগ’ ও ‘নাট্যজন’ দলের হয়ে মঞ্চনাটকেও অভিনয় করেছেন তিনি। ২০০০ সালে যোগ দেন আরণ্যক নাট্যদলে। লেখালেখিও করতেন। ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পূরক’সহ ১২টি নাটক লিখেছেন তাজিন। নিজের লেখা ‘ঘাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক পরিচালনা করেছিলেন। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্ম নেন এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।