ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তামান্নাকে জুতা ছুঁড়ে মারলেন ভক্ত

বিনোদন ডেস্কঃ

কোথায় সুন্দরী নায়িরকাকে ভালোবেসে ফুল ছুঁড়ে মারার কথা, কিন্তু তা নয়। ভক্ত পা থেকে খুলে ছুঁড়ে মারলেন জুতা। অবিশ্বাস্য হলেও সত্য এমনই এক কাণ্ড ঘটেছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে৷

জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদে একটি অলংকারের দোকানের উদ্বোধনে গিয়েছিলেন তামান্না ভাটিয়া ৷ নায়িকাকে একনজর দেখার জন্য প্রচুর লোক সমাগম ঘটে৷ উপস্থিত ছিলেন তামান্নার অন্ধ ভক্ত করিমুল্লাও! এই করিমুল্লাই জুতা ছুঁড়ে মারেন তামান্নাকে! অবশ্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তা এরকম কাণ্ড ঘটালেন কেন করিমুল্লা?

করিমুল্লা সাংবাদিকদের জানান, ‘আমি তামান্নার অন্ধ ভক্ত ৷ কিন্তু বর্তমানে তামান্না যা করছেন তা একেবারেই ঠিক নয় ৷ দক্ষিণী ছবি ছেড়ে বলিউড নিয়েই মাথা ঘামাচ্ছেন সবচেয়ে বেশি ৷ আর যেটা আমার একেবারেই ভালো লাগে না ৷

অভিযুক্ত বলেন, আর এজন্য জুতা ছুঁড়ে মেরেছি তামান্নাকে!’

জানা গেছে, করিমুল্লার ছুঁড়ে মারা জুতা অল্পের জন্য লাগেনি তামান্নার গায়ে! ঘটনার পরেই তামান্না সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

তামান্নাকে জুতা ছুঁড়ে মারলেন ভক্ত

আপডেট সময় ০১:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
বিনোদন ডেস্কঃ

কোথায় সুন্দরী নায়িরকাকে ভালোবেসে ফুল ছুঁড়ে মারার কথা, কিন্তু তা নয়। ভক্ত পা থেকে খুলে ছুঁড়ে মারলেন জুতা। অবিশ্বাস্য হলেও সত্য এমনই এক কাণ্ড ঘটেছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে৷

জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদে একটি অলংকারের দোকানের উদ্বোধনে গিয়েছিলেন তামান্না ভাটিয়া ৷ নায়িকাকে একনজর দেখার জন্য প্রচুর লোক সমাগম ঘটে৷ উপস্থিত ছিলেন তামান্নার অন্ধ ভক্ত করিমুল্লাও! এই করিমুল্লাই জুতা ছুঁড়ে মারেন তামান্নাকে! অবশ্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তা এরকম কাণ্ড ঘটালেন কেন করিমুল্লা?

করিমুল্লা সাংবাদিকদের জানান, ‘আমি তামান্নার অন্ধ ভক্ত ৷ কিন্তু বর্তমানে তামান্না যা করছেন তা একেবারেই ঠিক নয় ৷ দক্ষিণী ছবি ছেড়ে বলিউড নিয়েই মাথা ঘামাচ্ছেন সবচেয়ে বেশি ৷ আর যেটা আমার একেবারেই ভালো লাগে না ৷

অভিযুক্ত বলেন, আর এজন্য জুতা ছুঁড়ে মেরেছি তামান্নাকে!’

জানা গেছে, করিমুল্লার ছুঁড়ে মারা জুতা অল্পের জন্য লাগেনি তামান্নার গায়ে! ঘটনার পরেই তামান্না সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।