ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ, সমর্থন পরিবারের

বিনোদন ডেস্কঃ

তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক কুরালারাসান পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কুরালারাসান তামিল ছবির বিখ্যাত অভিনেতা সিম্বুর ভাই।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কুরালারাসান ভারতের চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এসময় তার সঙ্গে তার বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদার উপস্থিতি ছিলেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণ সম্পর্কে তার বাবা বলেন, আমার বড় ছেলে সিম্বু তামিল সিনেমার বিখ্যাত অভিনেতা। সে শিবভক্ত। আর আমার মেয়ে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। সবশেষ আমার ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা কুরালারাসানের ইসলাম ধর্ম গ্রহণ করাকে সম্মান জানাই। আমাদের পরিবারের লোকজনসহ তার ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছে।

কুরালারাসান হিন্দি বিভিন্ন প্রকল্পের জন্য প্রায় ৩০টি গান করেছেন। শিগগিরই তিনি বলিউডে কাজ করবেন বলে জানান। এছাড়া ইংরেজি ভাষায় একটি অ্যালবামও তৈরি করেছেন। নিউইয়র্কে যার রেকর্ড করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ, সমর্থন পরিবারের

আপডেট সময় ০১:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
বিনোদন ডেস্কঃ

তামিল সিনেমার অভিনেতা ও সঙ্গীত পরিচালক কুরালারাসান পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কুরালারাসান তামিল ছবির বিখ্যাত অভিনেতা সিম্বুর ভাই।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কুরালারাসান ভারতের চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এসময় তার সঙ্গে তার বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদার উপস্থিতি ছিলেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণ সম্পর্কে তার বাবা বলেন, আমার বড় ছেলে সিম্বু তামিল সিনেমার বিখ্যাত অভিনেতা। সে শিবভক্ত। আর আমার মেয়ে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। সবশেষ আমার ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা কুরালারাসানের ইসলাম ধর্ম গ্রহণ করাকে সম্মান জানাই। আমাদের পরিবারের লোকজনসহ তার ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছে।

কুরালারাসান হিন্দি বিভিন্ন প্রকল্পের জন্য প্রায় ৩০টি গান করেছেন। শিগগিরই তিনি বলিউডে কাজ করবেন বলে জানান। এছাড়া ইংরেজি ভাষায় একটি অ্যালবামও তৈরি করেছেন। নিউইয়র্কে যার রেকর্ড করা হয়।