কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
সততা ও দক্ষতায় বিশেষ অবদান রাখায় পুরস্কার হিসেবে গোল্ড পদক পেলেন তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)’র এলজিএসপি’তে ‘এ’ গ্রেডভূক্ত চেয়ারম্যান সম্মাননা স্বরূপ রবিবার বিকালে রাজধানীর হোটেল ফারাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেয়া হয়।
উক্ত সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান টুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন মো. জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ইউনিয়ন সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও মিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ আবুল খায়ের চৌধুরী, দৈনিক সমকাল পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।
মো. নূর নবী চেয়ারম্যান কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। সততা, সেবা, কর্ম দক্ষতা, পরিশ্রম ও সফলতার জন্য এর আগেও তিনি বিভিন্ন সংগঠন থেকে একাধিক সম্মাননা পদকে ভূষিত হন। তাকে এই সম্মাননা পদকে ভূষিত করায় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী ও পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।