করিব হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
রজতজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।
ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ সভাপতিত্বে রজতজয়ন্তী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহ, গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন প্রমূখ।
আলোচনা সভার পর একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দেশ বরেণ্য গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, ক্লোজআপ তারকা সাজু, বিটিভির নিয়মিত শিল্পী বেলাল খান, পলি শারমীন, ফারিয়া রিতা ও মনি।