কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভার মাধ্যমে এ দায়িত্ব গ্রহন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও ফরিদা ইয়াসমিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এদিকে সমন্বয় সভার আগে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
অপরদিকে দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম প্রমূখ।