কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৫৯টি জিপিএ-৫ থাকলেও দাখিল পরীক্ষায় ভরাডুবি হয়েছে। এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৯৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদের মধ্যে পাস করেছে ১৭১২জন। উপজেলা পর্যায়ে শতকরা পাশের হার ৮১.৮০।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ আনোয়ারা চৌধুরী জানান, এবার এসএসসি পরীক্ষায় ১১টি প্রতিষ্ঠান থেকে ১৫৭৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এদের মধ্যে পাস করেছে ১৪২৫জন, অকৃতকার্য হয়েছে ১৫২জন। শতকরা পাসের হার ৯০.৩৬। অপরদিকে দাখিল পরীক্ষায় ৯টি প্রতিষ্ঠান থেকে ৫১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ২৮৭জন, অকৃতকার্য হয়েছে ২২৯জন। শতকরা পাসের হার ৫৫.৬২।
এদিকে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ২৩জন (এর মধ্যে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের ১০জন), গাজীপুর খান সরকারী স্কুল এন্ড কলেজ থেকে ১৬জন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন থেকে ৬জন, লালপুর নজরুল উচ্চ বিদ্যালয় ও জুনাব আলী উচ্চ বিদ্যালয় থেকে ৫জন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় থেকে ৩জন এবং নারান্দিয়া কলিমিয়া উচচ বিদ্যালয় থেকে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।