কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলার কালেক্টর সহকারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা বুধবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত ওই দুই অফিসের কর্মরত কর্মচারীরা উপজেলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থান করেছেন।
উক্ত কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের কর্মরত কাম কম্পিউটার অপারেটর মো. রাশেদুল ইসলাম, সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মোস্তফা কামাল, একাউন্টেন্ট ক্লার্ক মো. মাহফুজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মরত সার্টিফিকেট পেশকার মো. মিজানুর রহমান, সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমান প্রমূখ।