কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা তিতাসে কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টায় উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বের এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ছালাম প্রমূখ।
উক্ত মত-বিনিময় সভায় উপজেলার প্রায় ৪৪টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।