নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা হয়।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেন।
সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোসেন জানান, উপজেলা পরিষদ নির্বাচনের মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পারভেজ হোসেন সরকার এবং বিএনপির মনোনীত প্রার্থী ছাদেক হোসেন সরকারের মনোনয়নপত্র জমা পড়েছে।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ।
মহিলা ভাইস চেয়ারম্যানপদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার পারভীন ও শাকিলা পারভীন। ছাদেক হোসেন সরকারের মনোনয়নপত্রটি জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে দাখিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ২১ অক্টোবর।