কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা সপ্তাহের উদ্বোধনের পর ফিতা ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি (সিআইপি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মো. সালেহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ও ব্রাক উপজেলা শাখার ম্যানেজার বিপুল চন্দ্র বিশ্বস প্রমূখ।
আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত জাতীয় স্বাস্থ্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।