কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের আওতাধীন সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের উপকর বিতরণ ও মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ভূমিহীনদের মাঝে কবুলিয়ত ও খতিয়ান, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবে বিজ্ঞানের সরঞ্জাম, শিক্ষক ও শিক্ষাথর্ীদের মাঝে বনজ, ফলজ, ঔষধি গাছের চারা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চেক, অস্বচ্ছল প্রতিবন্ধি ও বিধবাদের মাঝে ভাতার কার্ড, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন গ্রাম উন্নয়ন সদস্যদের মাঝে ঋণ, উপজেলা পরিষদ রাজস্ব উন্নয়ন তহবিল হতে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, ফুটপাম্প স্প্রেয়ার, দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ, গবাদি পশুর ভিটামিন ও প্রিমিও, সাবমারসিবাল পাম্প বিতরণ ও শীতার্ত ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
এর পরে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. রুবাইয়া খানম।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ক্যাটাগরির সুবিধাভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।