মোঃ জুয়েল রানা, তিতা (কুমিল্লা)ঃ
কুমিল্লা তিতাস উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে সময় ফসলী জমির উপর দিয়ে ড্রেজারের পানি নিস্কাশনে বাদা দেওয়ায় কৃষকের উপর হামলা করেছে বালু ভরাটকারী র্দূবৃত্তরা। বালু ভরাটকারী র্দূবৃত্তদের হামলায় দুইজন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়া উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৌটুপী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো ফজলু মিয়ার ছেলে রবিউল(১৯) ও বিল্লার(২৮)।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, মৌটুপি গ্রামের হোসেন মিয়া ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জায়গা ভরাট করছে একই গ্রামের কৃষক ফজলু মিয়ার ফসলি জমির উপর দিয়ে। এতে কৃষক ফজলু মিয়ার দুই ছেলে বিল্লাল ও রবিউল পানি নিস্কাশনে বাদা দেওয়ায় হোসেনে ও তার ছেলে কাউছার, সুমন, ইমন এবং তাদের সহযোগি শান্তসহ আরো অজ্ঞাত ৫/৪ জন দেশীয় লাঠি সোটা দিয়ে এলোপাতারী পিঠিয়ে গুরতর আহত করে।
এঘটনায় ফজলু মিয়ার স্ত্রী মিনয়ারা বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে তিতাস থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
এ বিষয়ে তিতাস থানার এস আই ইউসুফ বলেন লিখিত অভিযোগ পয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।