কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আপনজন’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আপনজনের সভাপতি ডা: মনিরা আক্তারের সভাপতিত্বে উক্ত কর্মসূচির আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার।
বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর দাখিল মাদ্রাসার সভাপতি মকবুল মাহমুদ প্রধান ও সুপার মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া হাজী, আবুল হোসেন ও শরিফুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপী উক্ত কার্যক্রমের আওতায় ৭০জন রোগীর স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান, ১২০জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১০৫জনের চক্ষু পরীক্ষাসহ ওষুধ প্রদান করা হয়। এদের মধ্যে ১৫জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য কুমিল্লা প্রেরণ করা হয়।