মো. কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে উপজেলা বিএনপির উদ্যোগে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীপুরস্থ দলীয় অস্থায়ী কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী, তোফায়েল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলমা জাদু ও কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. ফারুক হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির অন্যতম শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য, হোমনা-তিতাস, দাউদকান্দি-মেঘনার গণমানুষের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের পরামর্শে উপজেলা বিএনপি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরো বলেন, তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে ১৮০টি পরিবারকে তালিকা মাধ্যমে এ খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। অতিরিক্ত খাদ্য সামগ্রীও তালিকার বাইরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌছে দেওয়া হবে।