নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দাখিল করেছেন।
বুধবার সকালে উপজেলার নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৩জন গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
জানা যায়, কিছুদিন পূর্বের অহেতুক কথার জের ধরে মঙ্গলবার বিকালে নয়াকান্দি গ্রামের সাদ্দাম হোসেন ও মোবারক হোসেন গ্র“পের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজনদের সহায়তায় রাতে উত্তেজনা কমলেও একটি পক্ষ থানায় মামলা করেছে এমন অভিযোগে বুধবার সকালে উভয়গ্র“প পূনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে নয়াকান্দি গ্রামের সাদ্দাম গ্র“পের শফিকুল ইসলামের ছেলে সুমন (২৮) ও মোবারক গ্র“পের কবির হোসেনের ছেলে সজিব আহমেদ (১৭) ও মীর হোসেনের ছেলে আনিছুর রহমান (২৫) গুরুতর আহত হলে তাদেরকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত ঘটনার পর নয়াকান্দি গ্রাম ও নয়াকান্দি বাজারে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংঙ্কা করা হচ্ছে।
তিতাস থানার এসআই মোঃ হারুন রশিদ জানান, নয়াকান্দি গ্রামের দু’গ্র“পের মারামারি ঘটনায় সাদ্দাম হোসেন ও মোবারক হোসেন বাদী হয়ে দুটি অভিযোগ দাখিল করেছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।