নাজমুল করিম ফারুকঃ
কুমিল্লার তিতাসে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী রকিবুল ইসলাম ওরফে রিপন (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের পঞ্চবটি ব্রীজের দক্ষিণপাশ থেকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত রিপন উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
তিতাস থানার এসআই কমল মালাকার জানান, গোপন সূত্রের ভিত্তিতে শনিবার দুপুর ১টায় গৌরীপুর-হোমনা সড়কের পঞ্চবটি ব্রীজের দক্ষিণপাশ থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী রকিবুল ইসলাম ওরফে রিপনকে গ্রেফতার করা হয়েছে। ২০০৩ সালে ১৭ অক্টোবর মাসের (মামলা নং-৮) দাউদকান্দি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলার সে দণ্ডপ্রাপ্ত ফেরারী আসামী। দীর্ঘদিন যাবৎ পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
তিতাস থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে থানা পুলিশ প্রায় অভিযান চালাচ্ছে এবং এ অভিযান অব্যাহত আছে।