কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার উপজেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সদস্য পারভেজ হোসেন সরকার, উপজেলা পরিষদের (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন ও আওয়ামীলীগের নেত্রী শাকিলা পারভীন সমর্থিত নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। উক্ত উপজেলায় নির্বাচন কমিশনের চতুর্থ ধাপের তফিসল অনুযায়ী আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অপরদিকে তিতাসের উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমেদ ফকির এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফরহাদ আহমেদ ফকির কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি শুক্রবার, শনিবার ও রবিবার উপজেলার মাছিমপুর, বলরামপুর, বাতাকান্দি, উত্তর ও দক্ষিণ আকালিয়া ও গাজীপুর এলাকায় গণসংযোগ করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাসহ অনেক নেতাকর্মী ছিলেন।
অপরদিকে উপজেলা পরিষদের নির্বাচনের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. নাছিমা আক্তার শ্রমিকলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদ সংলগ্ন শ্রমিকলীগের প্রধান কার্যালয়ে শুক্রবার বিকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা (উত্তর) জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।