নাজমুল করিম ফারুকঃ
সারা দেশের ন্যয় কুমিল্লার তিতাসে বৃহস্পতিবার প্রকাশিত হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল।
প্রকাশিত ফলাফলে পিইসিতে ১৮জন মেধাবী শিক্ষার্থীর সকল বিষয়ে অকৃতকার্য হওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে। এদিকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আওতায় ৪২৮৩জন শিক্ষার্থী সকল বিষয়ে অংশগ্রহণ করে। এদের মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করে ৪২৩৫জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৭জন। শতকরা পাসের হার ৯৮.৮৬। অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার আওতায় ৪৮০জন শিক্ষার্থী সকল বিষয়ে অংশগ্রহণ করে। এদের মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করে ৪৭৫জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০জন। শতকরা পাসের হার ৯৮.৯৬। তবে উপজেলার ২/৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ১৮জন শিক্ষার্থীর সকল বিষয়ে ফলাফল শূন্য থাকায় অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক জানান, কিছুদিন পূর্বে গোপনীয় নাম্বার কোর্ড হ্যাক করে ফলাফল বাড়ানোর অভিযোগে যে তদন্ত হয়েছে সেই তদন্তে অনিয়ম পাওয়ায় ১৮জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল বলেন, কি কারণে ১৮জন শিক্ষার্থীর সকল বিষয়ে ফলাফল শূন্য এসেছে তা বলতে পারবো না।
এদিকে একই দিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত মাধ্যমিক শিক্ষা অফিসে কাউকে পাওয়া যায়নি। তবে দেড়টায় সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসারকে উপজেলা মিলনায়তনে একটি অনুষ্ঠানে পাওয়া গেলেও তিনি বলেন, ২টায় মধ্যে ফলাফল পাওয়া যাবে। পরবর্তীতে বিকাল ৩টায় বিষয়টি অবহিত করলে, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি জানান, ফলাফল তৈরী হচ্ছে, কিছুক্ষণ পরে দেয়া যাবে।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত থাকায় আমি কিছু বলতে পারছিনা তবে বিষয়টি সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ভালো বলতে পারবে কেন তথ্য নাই। ফলাফল সংগ্রহে পুনরায় যোগাযোগ করতে তিনি উক্ত প্রতিবেদককে অনুরোধ করেন।