ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিতাসে পূজাম-পগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসব

কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের ৯টি ইউনিয়নের ১৫টি পূজাম-পে চলছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। ম-পে ম-পে ঢাকের বোলে ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে প্রতিটি পূজো বাড়ির আঙিনা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সূত্রধর ও সাধারণ সম্পাদক ডা. লনী চন্দ্র দেবনাথ জানান, এবার উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে হরিণপুর সার্বজনীন দূর্গা পূজাম-প, হরিণপুর মধ্যপাড়া দূর্গা পূজাম-প, মজমেরকান্দি মধ্যপাড়া দূর্গা পূজাম-প, উত্তর দূর্গাপুর রামানন্দ দূর্গা পূজাম-প, দক্ষিণ নাগেরচর দূর্গা পূজাম-প, পাঙ্গাসিয়া বনমালী দাসের বাড়ী পূজাম-প, কড়িকান্দি বাজারের বীরেন্দ্র দেবনাথরে বাড়ী সার্বজনীন দূর্গা পূজাম-প, খানেবাড়ি তপন ঠাকুরের বাড়ী দূর্গা পূজাম-প, মাছিমপুর দক্ষিণ পশ্চিম রাধামাধব পূজাম-প, মাছিমপুর নম:পাড়া শ্রী শ্রী দূর্গা পূজাম-প, রঘুনাথপুর শংকর দেবের বাড়ী শারদীয় দূর্গা পূজাম-প, দাসকান্দি গঙ্গাধর মাস্টারের বাড়ি শারদীয় দূর্গা পূজাম-প, নয়াচর দূর্গা পূজাম-প, সাহাবৃদ্ধি পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজাম-প, মজিদপুর নমঃপাড়া রাজেন্দ্র সাধুর বাড়ী দূর্গা পূজা ম-পে পূজা উদযাপন হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার জানান, প্রতিটি পূজাম-পে সরকারী বরাদ্দ হিসেবে ৫শ কেজি করে চাউল বিতরণ এবং ম-পগুলোতে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ আনসার নিয়োগ করা হয়েছে। মনিটরিং সেলের মাধ্যমে পূজাম-পগুলোকে সার্বক্ষণিক নজরধারীতে রাখা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

তিতাসে পূজাম-পগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় ০৩:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের ৯টি ইউনিয়নের ১৫টি পূজাম-পে চলছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। ম-পে ম-পে ঢাকের বোলে ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে প্রতিটি পূজো বাড়ির আঙিনা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সূত্রধর ও সাধারণ সম্পাদক ডা. লনী চন্দ্র দেবনাথ জানান, এবার উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে হরিণপুর সার্বজনীন দূর্গা পূজাম-প, হরিণপুর মধ্যপাড়া দূর্গা পূজাম-প, মজমেরকান্দি মধ্যপাড়া দূর্গা পূজাম-প, উত্তর দূর্গাপুর রামানন্দ দূর্গা পূজাম-প, দক্ষিণ নাগেরচর দূর্গা পূজাম-প, পাঙ্গাসিয়া বনমালী দাসের বাড়ী পূজাম-প, কড়িকান্দি বাজারের বীরেন্দ্র দেবনাথরে বাড়ী সার্বজনীন দূর্গা পূজাম-প, খানেবাড়ি তপন ঠাকুরের বাড়ী দূর্গা পূজাম-প, মাছিমপুর দক্ষিণ পশ্চিম রাধামাধব পূজাম-প, মাছিমপুর নম:পাড়া শ্রী শ্রী দূর্গা পূজাম-প, রঘুনাথপুর শংকর দেবের বাড়ী শারদীয় দূর্গা পূজাম-প, দাসকান্দি গঙ্গাধর মাস্টারের বাড়ি শারদীয় দূর্গা পূজাম-প, নয়াচর দূর্গা পূজাম-প, সাহাবৃদ্ধি পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজাম-প, মজিদপুর নমঃপাড়া রাজেন্দ্র সাধুর বাড়ী দূর্গা পূজা ম-পে পূজা উদযাপন হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার জানান, প্রতিটি পূজাম-পে সরকারী বরাদ্দ হিসেবে ৫শ কেজি করে চাউল বিতরণ এবং ম-পগুলোতে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ আনসার নিয়োগ করা হয়েছে। মনিটরিং সেলের মাধ্যমে পূজাম-পগুলোকে সার্বক্ষণিক নজরধারীতে রাখা হয়েছে।