ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিতাসে প্রতিটি পরোটা এখন ১৫ থেকে ২০ টাকা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

শ্যামল চন্দ্র দাস। সারা রাত নদীতে মাছ ধরে সকালে উপজেলা সদর কড়িকান্দি বাজারে এসেছেন মাছ বিক্রি করতে। লোকজনের সমাগম হওয়ার আগেই হোটেলে ঢুকে দুটি পরোটা আর ভাজি দেওয়ার জন্য বলেন। হোটেল বয় উচ্চস্বরে শব্দ করে উত্তর দিলেন, দাদা, পরোটা এখন পনের টাকা করে। আগে নাস্তা সারতে গুনতে হতো দুটি পরোটা বিশ টাকা ও ভাজি দশ টাকা।

এখন নাস্তা প্রতি বেড়েছে দশ টাকা। শুধু নাস্তার ক্ষেত্রে নয় হোটেলগুলোতে বাড়ানো হয়েছে বিভিন্ন তরকারির দাম, ছোট করা হয়েছে ভাতের পরিধিও। উপজেলার বিভিন্ন হোটেলে এখন প্রতিটি পরোটা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।   

এদিকে রবিবার (২২ মে) অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় এ চিত্রই তুলে ধরেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। 

উপজেলার জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সভায় জানান, বাতাকান্দি বাজারে পরোটা এখন বিশ টাকা করে বিক্রি হচ্ছে। সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার বলেন, বিষয়টি আমার নজরে এলে আমি কয়েক জন হোটেল মালিকের সঙ্গে আলাপ করে দশ টাকা রাখার অনুরোধ করি। তবে অনুরোধ রাখলেও রুটির সাইজ ছোট করে দিয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ সভায় জানান, নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করব। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

তিতাসে প্রতিটি পরোটা এখন ১৫ থেকে ২০ টাকা

আপডেট সময় ০২:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

শ্যামল চন্দ্র দাস। সারা রাত নদীতে মাছ ধরে সকালে উপজেলা সদর কড়িকান্দি বাজারে এসেছেন মাছ বিক্রি করতে। লোকজনের সমাগম হওয়ার আগেই হোটেলে ঢুকে দুটি পরোটা আর ভাজি দেওয়ার জন্য বলেন। হোটেল বয় উচ্চস্বরে শব্দ করে উত্তর দিলেন, দাদা, পরোটা এখন পনের টাকা করে। আগে নাস্তা সারতে গুনতে হতো দুটি পরোটা বিশ টাকা ও ভাজি দশ টাকা।

এখন নাস্তা প্রতি বেড়েছে দশ টাকা। শুধু নাস্তার ক্ষেত্রে নয় হোটেলগুলোতে বাড়ানো হয়েছে বিভিন্ন তরকারির দাম, ছোট করা হয়েছে ভাতের পরিধিও। উপজেলার বিভিন্ন হোটেলে এখন প্রতিটি পরোটা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।   

এদিকে রবিবার (২২ মে) অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় এ চিত্রই তুলে ধরেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। 

উপজেলার জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সভায় জানান, বাতাকান্দি বাজারে পরোটা এখন বিশ টাকা করে বিক্রি হচ্ছে। সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার বলেন, বিষয়টি আমার নজরে এলে আমি কয়েক জন হোটেল মালিকের সঙ্গে আলাপ করে দশ টাকা রাখার অনুরোধ করি। তবে অনুরোধ রাখলেও রুটির সাইজ ছোট করে দিয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ সভায় জানান, নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করব।