কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে মোহনপুর দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর নির্মাণ করা হলো শহীদ মিনার। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে হাটি হাটি পা পা করে এগিয়ে মহান একুশে ফেব্রƒয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। বৃহস্পতিবার সকাল ৭টায় মাদ্রাসায় প্রবেশ করে এমন দৃশ্য চোখে পড়ে।
মোহনপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. আনোয়ারা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোকবুল মাহমুদ প্রধান, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক। এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সুপার মো. আবু জাফর, সহকারী মৌলভী জামাল হোসেন ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোছাইন, সহকারী শিক্ষক মাসুদ ইকবাল, মকবুল হোসেন, পপি আক্তার, জাকিউল ইসলাম প্রমূখ।
মোহনপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, মোহনপুর দাখিল মাদ্রাসাটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। ইতিপূর্বে সরকারী বা বেসরকারী কোন উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। তবে আশার আলো এবছর ম্যানেজিং কমিটির সভাপতি মোকবুল মাহমুদ প্রধান, শিক্ষার্থী ও মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে শহীদ মিনারটি নির্মাণ করা সম্ভব হয়েছে।
উক্ত মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র পারভেজ হোসেন, নবম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার ও অষ্টম শ্রেণির ছাত্রী নাছরিন জাহান বলেন, গত বছর আমরা সকল শিক্ষার্থীরা মিলে কলাগাছ ও কাঁঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছিলাম। আজ আমরা অনেক খুশি যে, নতুন শহীদ মিনার পেয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আনোয়ারা চৌধুরী বলেন, বর্তমান সরকার মাদ্রাসার শিক্ষার প্রতি আগের চেয়ে দায়িত্বশীল। সরকারী নির্দেশনা মোতাবেক এবার প্রতিটি মাদ্রাসায় মহান একুশে ফেব্রƒয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি সেগুলো এবছরের মধ্যে সম্পূর্ণ করা হবে।