মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লা তিতাসে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোঃ মুক্তার হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
তিতাস থানা পুলিশ খবর পেয়ে রবিবার ঘটনা স্থল পরিদর্শন করেছে। প্রবাসী মুক্তার মুঠোফোন সাংবাদিকদের জানান, তারা পাঁচ ভাই প্রবাসে থাকায় তার মা ও ছোট ভাইয়ের স্ত্রী শিপাকে নিয় বাড়িতে বসবাস করেন।
গত দুই দিন আগে বাচ্চা প্রসব করার জন্য তার ভাবি শিপাকে নিয়ে ঢাকা যায়। এতে বাড়িতে কোন লোক না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে শনিবার রাতে দরজা ভেঙ্গে ভেতরে থাকা ১০ ভরি স্বার্ণালঙ্কার, ৫ লাখ টাকা, একটি ৫২ ইঞ্চি এলইডি টিভি সহ বিভিন্ন আসবাবপত্র হাতিয়ে নেয় চোরেরা। তিনি আরো জানান পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটানা ঘটতে পারে বলে ধরনা করেন।
এ বিষয়ে তিতাস থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।