কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে এলজিএসপি-৩ (পিবিজি) এর আওতায় জগতপুর ইউনিয়নের ৩৭জন দরিদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার বাতাকান্দি বাজারে এ বিরতণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগতপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন, হাবিবুর রহমান, মো. হানিফ, ফারহানা আক্তার ও ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহজাহান প্রমুখ।
এসময় জগতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অগ্রাধিকারভাবে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৩৭টি ¯েপ্র মেশিন বিতরণ করা হয়।