কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে প্রায় দেড় বছর পর উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর এলাকায় ফিরলেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
শুক্রবার পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি বেলা ৩টায় কালাইগোবিন্দপুর গ্রামে আসেন। এদিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল শিকদার বৃহস্পতিবার বিকালে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
শুক্রবার পারভেজ হোসেন সরকারের এলাকায় আসাকে কেন্দ্র করে র্যাব, ডিবি ও আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থান দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিতাসে চেয়ারম্যানপদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল শিকদার (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার (আনারস) প্রতিদ্বন্ধিতা করছেন।
এদের মধ্যে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে আওয়ামীলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পারভেজ হোসেন সরকার ঢাকা চলে যান। এরপর তিনি আর এলাকায় পা রাখেননি। এদিকে সাহিনুল ইসলাম সোহেল শিকদার এলাকায় অবস্থান করে দলীয় কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রতীক বরাদ্দের পর শুক্রবার পারভেজ হোসেন সরকার এলাকায় ফিরছেন তাকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনার না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়। বিভিন্ন স্থানে র্যাব, ডিবি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের অবস্থান লক্ষ্য করা গেছে। পারভেজ হোসেন সরকার কালাইগোবিন্দপুর গ্রামে আসার আগে বাতাকান্দি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর তিনি কালাইগোবিন্দপুর গ্রামে অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে তিতাসবাসীর কল্যাণে ও শান্তিশৃঙ্খলার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
এদিকে শুক্রবার বিকালে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সাহিনুল ইসলাম সোহেল শিকদার।