কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির আওতায় উপজেলায় পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা চত্ত্বরে তিনটি চারা রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় ২০হাজার ৩২৫টি চারা রোপন করা হবে। এর বাইরে প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রায় ১লাখ টাকার বিতরণের প্রকল্পও নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অর্ফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর মান্নান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা ফজলে রাব্বি, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমূখ।