মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মো. মাফুজ সিকদারকে সভাপতি ও মাহবুব আলম রিপনকে সাধারণ সম্পাদক এবং মুন্সি সামসুদ্দিন আহম্মেদ সাগরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩ বছর মেয়াদের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
শনিবার বিকালে তিতাস উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত নেতাকর্মীর সর্বসম্মতি ক্রমে এই তিন নেতাকে নির্বাচিত করেন। জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল বশর ভান্ডারী ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাস্টার কমিটিতে স্বক্ষর করে নব নির্বাচিত নেতৃবৃন্দের হাতে কমিটি তুলে দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি হাবিবুর রহমান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদারসহ কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।