নাজমুল করিম ফারুকঃ
মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার’ শ্লোগান নিয়ে জেলার তিতাস উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে সেমিনার ও শিক্ষার্থীর শপথ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, নারী উন্নয়ন ফোরাম ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার দুপুরে তা অনুষ্ঠিত হয়।
জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশরাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা, জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তিতাস শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানা এসআই মো. শাহিন আহমেদ, মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ, বিবাহ রেজিষ্ট্রার মাওলানা মনিরুলজ্জামান, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাছিনা আক্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দড়িকান্দি উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউদ্দিন মোল্লা, জিয়ারকান্দি ইউপি সদস্য শাহ আলম, শামীম হোসেন, আমির হোসেন, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমার উজ্জল, হান্নান মিয়া, শফিকুর রহমান, মমতাজ বেগম, রিপা আক্তার, ইউপি সচিব মিজানুর রহমান, উদ্যোক্তা গোলাম কিবরিয়া প্রমূখ।