কবির হোসেন সওদাগর :
কুমিল্লার তিতাসে উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুর আড়াইটায় উপজেলার গাজীপুরস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনের ৫ সদস্যেদের আহ্বায়ক এমদাদ হোসেন আখন্দ এ তফসিল ঘোষণা করেন।
এসময় নির্বাচন কমিশনের সদস্য সচিব হাজী মো. মকবুল হোসেন, সদস্য ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, মো. সেলিম মোল্লা ও মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ২টি সাংগঠনিক সম্পাদকসহ মোট ৬টি পদে ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জানুয়ারি পর্যন্ত মনোয়ন ফরম ক্রয় ও ৭ জানুয়ারির মধ্যে জমা দিতে পারবেন। ৮ জানুয়ারি যাচাই/বাছাই ও ৯ জানুয়ারি প্রত্যাহার ও প্রতিক বরাদ্দের মাধ্যমে ১৮ জানুয়ারি কড়িকান্দি ও গাজীপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৯টি ইউনিয়নের ২৭জন কাউন্সিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাউন্সিলারগণ তাদের ভোট প্রদান করতে পারবেন।