কবির হোসেন সওদাগর :
কুমিল্লার তিতাসে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার গাজীপুরস্থ ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে কমিটির কার্যনির্বাহী সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। জিয়ারকান্দি ইউনিয়নের এমদাদ হোসেন আখন্দকে আহ্বায়ক ও জগতপুর ইউনিয়নের কাজী মুকবুল হোসেনকে সদস্য সচিব করে এ কমিশন গঠন করা হয়। এতে অন্য সদস্যরা হলেন নারান্দিয়া ইউনিয়নের ডা. মো. জিলানী, জিয়ারকান্দি ইউনিয়নের মো. সেলিম মোল্লা ও ভিটিকান্দি ইউনিয়নের মাহফুজুর রহমান।
কাউন্সিল বাস্তবায়নে নির্বাচন কমিশনের আহ্বায়ক এমদাদ হোসেন আখন্দ জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের নির্দেশনা ও পরামর্শক্রমে আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কাউন্সিল বাস্তবায়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। পরবর্তী সভায় বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার হিসাবে তাদের রায় প্রদান করবেন।
গত ২০১৭ সালের নভেম্বর মাসে পরবর্তী দু’বছরের জন্য মো. সালাউদ্দিন সরকারকে সভাপতি ও মো. ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে মরহুম এম.কে আনোয়ার হোসেন ১শ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন।