কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে রবিবার কলাকান্দি ঈদগাহ মাঠে ৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতির তোফাজ্জল হোসেন সাদ্দাম, উপজেলা যুবলীগ নেতা আব্দুল করিম মুন্সি, মো. ইব্রাহিম সরকার প্রমূখ।
এদিকে একই দিন উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের অর্থায়নে সমাজ সেবা ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার ৬শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।