কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
বিভিন্ন ধরনের ভাতাভোগিদের কার্ডের মাধ্যমে তাদের ভাতা প্রদান করা হয়। এই কার্ড যেমন- বয়স্ক ভাতা কার্ড, প্রতিবন্ধি ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড আপনার নিজ দায়িত্বে রাখবেন। কেউ এই কার্ড নিতে চাইলে কাউকে দিবেন না। প্রয়োজনে ইউনিয়ন চেয়ারম্যান বা আমাকে জানাবেন।
বুধবার উপজেলার কড়িকান্দি ও বলরামপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবা ভাতাভোগীদের ভাতা প্রদান উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার একথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগ মুহুর্তে আপনাদের জীবনমানের চিন্তা করে অগ্রিম দুই মাসের ভাতাও প্রদান করছেন। তিনি প্রসঙ্গ টেনে বলেন, সুবিধাভোগীর নাম অন্তভর্ূক্ত, কার্ডধারীর কার্ড বিতরণ বা টাকা উত্তোলনের ক্ষেত্রে কাউকে কোন ঘুষ বা টাকা দিবেন না। আর এসব অনিয়মের সাথে যারা জড়িত থাকবে তাদের অবশ্যয় আইনের আওতায় আনা হবে।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী প্রমূখ।
এদিকে কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ২০৫জন বিধবা ভাতাভোগির মাঝে ভাতা বিতরণ করেন জনতা ব্যাংক গৌরীপুর বাজার শাখার ম্যানেজার মো. আবু তাহের টিটু এবং বলরামপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের প্রায় ১হাজার ২শ জন বয়স্ক, প্রতিবন্ধি ও বিধার ভাতাভোগীর মাঝে ভাতা বিতরণ করে জনতা ব্যাংক বাতাকান্দি বাজার শাখার ম্যানেজার মো. জসিম উদ্দিন। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।