কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কৃতি শিক্ষাথর্ী ও শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ফাউন্ডেশন তিতাসের ফিল্ড সুপার ভাইজার মোঃ আমির হোসেন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমূখ।
উপজেলা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিতরা হলেন, জিয়ারকান্দি গোলবাগ জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ, রামভদ্রা জামে মসজিদের ইমাম মাওলানা জামাল হোসেন ও রঘুনাথপুর আবদুর রব মিয়ার বাড়ি কেন্দ্রের মায়মুনা আক্তার। এতে উপজেলার প্রায় দেড় শতাধিক কেন্দ্রের প্রতিনিধি ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাথর্ীরা উপস্থিত ছিলেন।