কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের মসজিদের দায়িত্বরত ঈমাম ও মোয়াজ্জিনের মাঝে সরকারি নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ৪৬৩টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনের মাঝে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
করোনা সংক্রমন পরিস্থিতিতে দেশের সকল মসজিদের প্রধানমন্ত্রীর তহবিল হতে দেওয়া উক্ত নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার। এসময় ইসলামী ফাউন্ডেশন তিতাস শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর তহবিল হতে কুমিল্লার জেলার ১১হাজার ১শ ৩৩টি মসজিদে মোট ৫ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। উক্ত বরাদ থেকে তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের ৪৬৩টি তালিকাভূক্ত মসজিদের অনুকূলে ২৩ লাখ ১৫হাজার টাকা পাওয়া গিয়েছে। ঈদের ছুটির কারণে ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায় এই অর্থ নগদ বিতরণ করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসা সূত্রে জানা যায়।