তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ১৫ আগস্টের অনুষ্ঠানের মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিতাস উপজেলার হাসপাতাল প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুরহাত আহমেদ ইয়াসিন (১৩) কড়িকান্দি বাজারের মাইক ব্যবসায়ী লিল মিয়ার ছেলে ও উপজেলার গাজীপুর খান হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা গেছে, শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে উপজেলার কড়িকান্দি হাসপাতাল মূল ফটকের সামনে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করে উপজেলা যুবলীগ। মঙ্গলবার সকাল ১১টায় মঞ্চের কাজ চলছিল। সে সময় কড়িকান্দি বাজারের মাইক ব্যবসায়ী লিল মিয়া তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে মো. সুরহাত আহমেদ ওরফে ইয়াসিনকে মাইক বাঁধার জন্য পাঠায়। ইয়াসিন মাইক বেঁধে মাইকের তার ড্রপ তারের উপর দিয়ে ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা কলেজ মেডিকেলে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় সে মঙ্গলবার রাতে মারা যায়। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লিল মিয়া আইনি প্রক্রিয়ায় না যাওয়ায় লাশ দাফন করা হয়েছে।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম টিপু বলেন, ‘এ ধরনের কোন অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।’