কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে মাদক, বাল্য বিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে এসব কর্মকান্ডে জীবনকে না জড়ানোর অঙ্গিকার করেছে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার মাধ্যমে এ অঙ্গীকার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান আনছার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. রওনাক আহমেদ, গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, জগতপুর সাধনা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী প্রমূখ।
উক্ত সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং গুজব, মাদক বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় উপস্থিত জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়, জগতপুর (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় পাঁচ শতাধিক লোক লাল কার্ড প্রদর্শনে অংশগ্রহণ করেন।