কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে কড়িকান্দি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অবকাঠামো নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও উপজেলা যুবলীগ নেতা মো. রেজাউল ইসলাম মোল্লা।
মঙ্গলবার একজন গরীব ছেলেকে নিজ খরচে মাদ্রাসায় ভর্তি করার সময় এ অনুদান প্রদান করেন।
কড়িকান্দি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, শিক্ষক হাফেজ মাসুম বিল্লাহ, মো. ফয়সাল ভূঁইয়া, মো. হাসান ভূঁইয়া, উপজেলা যুবলীগ নেতা মো. বেলাল হোসেন ভূঁইয়া প্রমূখ।