মো. কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার দুপুর ১টায় গাজীপুরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেশনে আধাঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সাদ্দাম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে দৈনিক ভোরের পাতা অনলাইন সংস্করণে ‘মাদকসম্রাট তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মনোগড়া, উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি মাছিমপুর বাজারে যার দোকান থেকে বিয়ার উদ্ধার হয়েছে সংবাদে তাকে মামা বানানো হলেও বাস্তবে উনার সাথে আমার কোন আত্মীয় সম্পর্ক নেই। আমার তিন মামা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। কোন মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে আমি এবং আমার সংগঠনের কেউ জড়িত নয় বলে দাবী করে তিনি আরো বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং আমি যাতে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করতে না পারি সেই জন্য একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকমর্ী গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেশনে মানববন্ধন এবং টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
উক্ত সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সি, মো. পাভেল মাহমুদ, রফিকুল ইসলাম, মো. সজিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব আলম সাইমন, এমরান হোসেন, জাহিদ হাসান প্রলয়, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন আহমেদ ও ফয়সাল আহমেদ ফকির প্রমূখ।