মোঃ জুয়েল রানা, তিতাস ( কুমিল্লা ):
কুমিল্লার তিতাস উপজেলায় পাওনা টাকা দিবে বলে মোবাইলে ডেকে নিয়ে পাওয়াদেরকে হত্যার চেষ্টা করেছে।
শুক্রবার সন্ধায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জগতপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মো. ইউসুফ রানা একই গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে চট্রগ্রামের এক হত্যা মামলার আসামী মো. নাজির (৪২) এর নিকট এক লাখ আশি হাজার টাকা পায়। এই টাকা দিবে বলে নাজির শুক্রবার সন্ধায় জগতপুরস্থ তার নিজ বাড়িতে ইউসুফকে ডেকে নেয়। ইউসুফ তার ফোন পেয়ে টাকা আনতে গেলে এসময় নাজির তার সাথে থাকা মাছমার্কা ছুরি বের করে পেটে গাই মারার চেষ্টা করে, তখন ইউসুফ আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান হাতের কবজ্বির উপরে গাই পরে হাতের চারটি রগ কেটে যায়। এসময় ইউসুফ চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসলে নাজির পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এঘটনায় ইউসুফ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে।