কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি।
এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান মিতু ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরনবী, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম প্রমূখ।